All About Tense intro video
আমার ধারনা (My Concept about English Grammar):
অনেকে মনে করেন-ইংরেজীতে স্কিল হতে গ্রামার এর প্রয়োজন নেই । মনে করাটি বা কথাটি মোটেই সত্যি নয় । ভাল ইংরেজী অর্থাৎ ইংরেজীতে ভালো হতে হলে, দক্ষ হতে হলে গ্রামার জানতেই হবে, গ্রামার প্রয়োগ করতেই হবে ।
Tense in English Grammar:
আর ইংরেজীতে দক্ষ হওয়ার জন্য গ্রামার শিখতে হলে, ইংরেজী গ্রামারের অনেক টপিক-ই আছে যেগুলি শিখতে হবে । তবে সবচেয়ে প্রথমে এবং সবচেয়ে দরকারী যে টপিকটি শিখতে হবে তা হলো Tense যা ইংরেজী গ্রামারের প্রাণ বলে আমি মনে করি ।
কারন Tense ইংরেজীতে বাক্যটি লেখার ক্ষেত্রে সময়কে নির্দেশ করে । Tense অর্থ ক্রিয়ার কাল । কাল অর্থ সময় বা Time সুতরাং Verb এর সময় নিয়ে যে কাজ করব, লিখব ও বলব তাই হলো Tense।
আমরা এই আলোচনা Tense এর উপর ৫০টি পোস্ট থাকবে উইথ ভিডিও । আশাকরি, এই ৪০-৫০টি পোস্ট দেখলে এবং আমার দেওয়া এক্সারসাইজগুলি করলে, Tense সম্পর্কে আর বিন্দুমাত্র/কোন সমস্যা থাকবে না । এক্সারসাইজগুলি আমাকে ইমেইল করে পাঠাতে পারেন সাবজেক্টে পোস্ট নং লিখবেন । Email: sayed.digitalbd@gmail.com
কারা শিখবেন (Who will learn/who will be benefited):
>৩য় শ্রেণী-দ্বাদশ শ্রেণী
>ইউনিভার্সিটি এডমিশন
>জব প্রিপারেশন
>জব হোল্ডার
>অফিস আদালত
Tense and Related Topics:
ইংরেজীর ভিত্তি বলে বিবেচিত ইংরেজী গ্রামার Tense ও Tense এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় যা ইংরেজী বাক্য গঠনে এবং সঠিক সময়ের ভাব প্রকাশে সঠিকভাবে Tense জানলে ও বুঝতে পারলেই আপনি পারবেন আপনার লিখতে চাওয়া ও বলতে চাওয়া বাক্যটির সঠিক গঠন । কারন Tense, Sentence লেখার সময় সঠিক গঠন দান করে । আর এই Tense এর সঠিক ব্যবহার না জানলে আপনি আপনার মনের বাক্যটি সঠিকভাবে বলতে, লিখতে, শুনে বুঝতে ও পড়ে বুঝতে খুবই অসুবিধার সৃষ্টি হবে । Tense শিখতে শুরু করলেই এর সঙ্গে রিলেটেড অনেক বেসিক বিষয়ই চলে আসবে যা আমি খুটিনাটি সহ আজ থেকে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ ।
Tense শিখে Grammar এর কোন কোন Topic এ সরাসরি কাজে লাগবে :
> Translation
> Voice
> Narrative/Speech
> Right Form of Verb
Basic and Advanced Level All About Tense :
চলুন Tense এর বিষয়ে এখন থেকে একদম জিরো মানে বেসিক লেভেল (Basic Level Tense) থেকে এডভান্স লেভেল (Advanced Level Tense)পর্যন্ত আলোচনা করব ।
Exercise on Tense
শুধু আলোচনাতেই থেমে থাকবে না, আমি যে পোস্টে যে বিষয়/টপিকটি নিয়ে আলোচনা করব, আলোচনার শেষে থাকবে Exercise, আপনারা অবশ্যই Exercise টি সম্পন্ন করে ঐ পোস্টের নিচেই জমা দিবেন । আমি চেক করে নাম্বারিং করে দিব এবং ভুল থাকলে কারেকশন রিপ্লাই-এ দিয়ে দেব ।
Visit our Facebook page & website:
তাই প্রতিদিন আমার ওয়েব সাইট EnglishGrammarBD.com এবং ফেসবুক পেজ English Gramamr BD তে চোখ রাখুন এবং শিখে নিন ।
Practice of Content Writing :
আরেকটি সুখরব হলো আমার Tense এর উপর সমস্ত/সকল টপিক পড়ে, দক্ষ হয়ে ইংরেজীতে যেকোন বিষয়ে লেখা লেখি করতে চাইলে, লিখে পাঠান, আপনার লেখার আপনার নামেই পাবলিশ করব ইনশা আল্লাহ । ইংরেজী কনটেন্ট/ আর্টিকেলগুলি হতে হবে নিচের টপিকের ।
- English Grammar Topic
- English Skills (Reading, Writing, Speaking, Listening)
- English Paragraph and composition
- Tour and Travel
- Baby and parenting
Inspire me to write:
- আমি যেহেতু অনেক সময় হাতে নিয়ে বিস্তারিতভাবে সহজভাবে প্রত্যেকটি টপিক আলোচনা করার চেষ্টা করছি এবং সাথে সাথে ঐ আলোচনা টপিকে এক্সারসাইজও দিচ্ছি যাতে আপনারাও সাথে সাথে প্রাকটিস করার মাধ্যমে নিজেদেরকে টেস্ট করে নিতে পারেন ।
- Tense এর উপর যতগুলি পোস্ট/কনটেন্ট/আর্টিকেল হবে তার প্রত্যেকটির লিংক এই পোস্টের নিচে থাকবে । তাই এই পোস্টটি শেয়ার করে রাখতে পারেন যাতে হারিয়ে না যায় । এই ধরনের আলোচনা বা Tense এর সম্ভাব্য ৪০-৫০টি পোস্ট আমি সিরিয়ালি লিখব আপনাদের জন্য ।
- তবে এজন্য আমার ইন্সপিরেশন দরকার । আর এই ইন্সপিরেশনটা আসবে হলো আপনাদের রেসপন্সের মাধ্যমে । তাই সব সময় পোস্ট পাওয়া মাত্র বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন । কাছের বন্ধুদের জানাবেন যারা ইংরেজীতে দক্ষ হতে চায় তার প্রাথমিক স্টেজ শুরু করার জন্য ।
- এবং ওয়েব সাইটে ডান পাশে অর্থাৎ রাইড সাইডবারের দেখবেন ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করার অপশন আছে, ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটি পোস্টের আপডেট পেতে থাকুন ।
About me:
আর আমার সম্পর্কে সম্পর্কে জানতে চাইলে আমার এই ওয়েব সাইটে গিয়ে নিচে ফুটারের দেখবেন এবাউট মি (About me) রয়েছে । পড়ুন এবং জানুন প্লিজ । ভাল থাকবেন
Final Verdict:
অনেক বলেছি । আর ১টি কথাই বলব Subscribe my channel . Inspire me to write. Best of Luck for learning English Grammar starting with Tense.
Table of Content on All About Tense: চলুন দেখা নেয়া যাক আমরা কি কি জানতে পারব এখন থেকে
Table of Content on Tense in Bangla
চলুন দেখা নেয়া যাক আমরা কি কি জানতে পারব এখন থেকে
SL | Topic on Tense |
1 | Tense কি? Tense কত প্রকার ও কি কি? |
2 | প্রাথমিক ৩টি Tense আলোচনা এবং এক Table- ই ১২টি Tense এর structure |
3 | প্রত্যেকটি Tense এর বাংলায় চেনার উপায় ও বাংলা বাক্য উদাহরণ । |
4 | ১২টি Tense বিস্তারিত Structure এবং Example/১২ টি Tense এর গঠন ও Example (Affirmative) |
5 | ১২টি Tense এর গঠন (Structure) ও example (Negative & Interrogative Sentence) |
6 | কোন Tense কখন ব্যবহার হয় |
7 | Sentence কাকে বলে? কত প্রকার ও কি কি? (Tense এর সাথে সংশ্লিষ্ট) Sentence এর সংজ্ঞা ও উদাহরন |
8 | Assertive, Interrogative, Imperative, Optative এবং Exclamatory Sentence এর চেনার উপায় |
9 | ১২টি Tense এর Negative Sentence ও Internegative কিভাবে তৈরি করা যায় |
10 | Sentence- এ Number ও Person এর নিয়ম |
11 | Simple, Compound and Complex Sentence এর সংজ্ঞা ও উদাহরন |
12 | Present Indefinite Tense এর বিস্তারিত ব্যবহার |
13 | Present Continuous Tense এর বিস্তারিত ব্যবহার |
14 | Present Perfect Tense এর বিস্তারিত ব্যবহার |
15 | ৫০০ Verb এর Present form, past form এবং past participle form (Strong & Weak Verb) |
16 | Present Perfect Continuous Tense এর বিস্তারিত ব্যবহার |
17 | Past Indefinite Tense এর বিস্তারিত ব্যবহার |
18 | Past Continuous Tense এর বিস্তারিত ব্যবহার |
19 | Past Perfect Tense এর বিস্তারিত ব্যবহার |
20 | Past Perfect Continuous Tense এর বিস্তারিত ব্যবহার |
21 | Future Indefinite Tense এর বিস্তারিত ব্যবহার |
22 | Future Continuous Tense এর বিস্তারিত ব্যবহার |
23 | Future Perfect Tense এর বিস্তারিত ব্যবহার |
24 | Future Perfect Continuous Tense এর বিস্তারিত ব্যবহার |
25 | Use of Adverbial words according to tense (daily, now, just, just now, yesterday ইত্যাদি মোট ১০০টি শব্দ কখন কোন Tense-এ ব্যবহার হয়। কিছু নির্দিষ্ট Word তালিকা যা একটি নির্দিষ্ট Tense এই এদের ব্যবহার হয়) |
26 | Tense এর Special Rules |
27 | Verb কত প্রকার ও কি কি? প্রত্যেকটির Name and Example |
28 | Auxiliary verb এর প্রকারভেদ ও নিয়ম এবং প্রয়োগ/উদাহরন, Auxiliary verb এর Principal verb হিসাবে Special প্রয়োগ |
29 | Causative Verb নিয়ম এবং প্রয়োগ/উদাহরন |
30 | 30 Phrasal Verbs |
31 | Verb এর সাথে Preposition এর ব্যবহার |
32 | ৩ ধরনের Condition Sentences (শর্তযুক্ত বাক্য) এর Structure ও Example |
33 | Voice Changing এ Tense এর ব্যবহার |
34 | Speech/ Narration- এ Tense এর Rule ব্যবহার |
35 | Right form of verb- এ Tense এর ব্যবহার |
36 | Use of Tense in Tag Question (বাক্যের শেষে জুড়ে দেওয়া প্রশ্ন) |
37 | সচরাচর ব্যবহার কিছু বাংলা ও ইংরেজী Sentence |
38 | 100 Proverbs (প্রবাদ বাক্য) বাংলা ও ইংরেজী-তে |
39 | WH-Question গঠন করার নিয়ম |
40 | ১০০ টি WH-Questions with examples |
All About Tense Intro Video

Md Sayed Ali

Latest posts by Md Sayed Ali (see all)
- English Learning Online First Batch - July 17, 2020
- How to increase vocabulary by blog, youtube channel, extensions, apps - July 2, 2020
- English Learning Live Class Course Outlines - May 28, 2020
- English Learning Live Class for English Writing & Speaking - May 28, 2020
- Most Common Mistakes in English Grammar -01 - May 4, 2020